মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ণ   |   ২১৫ বার পঠিত
মঙ্গলবার ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ঢাকা প্রেস নিউজ

 

গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য রাজধানীর কিছু এলাকায় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সোমবার সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
 

এতে জানানো হয়, ওই দিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত বারিধারা ডিপ্লোমেটিক জোনের রোড নং-১১, ১২, ১৩, ১৪, বারিধারা নিউ ডিওএইচএস, জগন্নাথপুর, নদ্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ারসাহারা, কুড়াতলি, সমগ্র বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের উত্তরপূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া, আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।
 

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।