মোঃ শফিকুল ইসলাম চারঘাট (রাজশাহী):-
বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলা শাখার উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল -২০২৫ বুধবার দুপুর ১২ঃ০০ ঘটিকায় শামসুদ্দিন ইসলামী ট্রাস্ট অডিটোরিয়ামে আয়োজন করা হয়। উক্ত সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ আইয়ুব আলীর সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাস্টার মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ কামারুজ্জামান,জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক শোয়েব আলী, রাজশাহী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো: সুফেল রানা সহ পৌরসভা ও ইউনিয়নের আমির ও সেক্রেটারিবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং শহীদদের স্বপ্নের ক্ষুধা, দারিদ্র মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য সকলকে এক সাথে কাজ করার আহবান জানান । সম্মানিত অতিথিবৃন্দ স্বাধীনতার মাসে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলে মানবিক বাংলাদেশ গড়তে এগিয়ে আসার প্রত্যায় ব্যাক্ত করেন। প্রধান অতিথি বলেন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সকলের জন্য মহান রবের নিকট কল্যান কামনা করে দোয়া করেন এবং মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভার সার্বিক সাফাল্য কামনা করেন।