রমজানের বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশ

প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৪ ০৩:০০ অপরাহ্ণ ২৫৫ বার পঠিত
রমজানের বাজার নিয়ন্ত্রণে ডিসিদের কঠোর নির্দেশ

রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেই সঙ্গে দলমত নির্বিশেষে মজুতদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।

রবিবার (০৩ মার্চ, ২০২৪) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, "রমজান মাসে বাজারে যেন কোন অস্থিরতা দেখা না দেয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। মজুতদারী ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।"

তিনি আরও বলেন, "দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসনকে বাজার তদারকি বৃদ্ধি করতে হবে। মোবাইল কোর্ট পরিচালনা করে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।"

প্রধানমন্ত্রী রমজান মাসে সরকারিভাবে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণের নির্দেশও দেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, মাদক এবং কিশোর গ্যাংয়ের মতো অপরাধে যেন তরুণরা জড়িয়ে না পড়ে, সেজন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, "তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকশিত করতে হবে।"