জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর স্মরণে নৌপরিবহন উপদেষ্টার শোক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ডিসেম্বর ২০২৫ ০১:৪৪ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর স্মরণে নৌপরিবহন উপদেষ্টার শোক

নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত প্রশংসিত।
 

সোমবার এক শোকবার্তায় তিনি সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
 

ড. সাখাওয়াত হোসেন বলেন, “সুদানে কর্তব্যরত অবস্থায় ছয় জন বাংলাদেশি শান্তিরক্ষীর শহীদ হওয়া আমাদের জন্য গভীর বেদনার। বিশ্ব শান্তি ও মানবতার সেবায় নিয়োজিত এই বীর সেনাসদস্যদের আত্মত্যাগ জাতির জন্য অপূরণীয় ক্ষতি।”
 

তিনি একই সঙ্গে নৃশংস হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, “বাংলাদেশি শান্তিরক্ষীরা সবসময় সাহস, পেশাদারিত্ব ও আত্মনিবেদন দেখিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে আসছেন। আমরা আহত আট জন শান্তিরক্ষীর দ্রুত আরোগ্য কামনা করি।”
 

গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় সংঘটিত এক নৃশংস হামলায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনরত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী শহীদ হন এবং আরও আট জন মারাত্মকভাবে আহত হন।
 

ড. এম সাখাওয়াত হোসেন শহীদ শান্তিরক্ষীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি সুদানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষকে আহ্বান জানান।