টিএসপি ক্লাবে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ মে ২০২৫ ০২:১৩ অপরাহ্ণ   |   ১২৪ বার পঠিত
টিএসপি ক্লাবে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান

ডেস্ক নিউজ:-


নগরীর উত্তর পতেঙ্গাস্থ বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির উদ্যোগে সংগঠনের পরিচিতি ও টিএসপির সাবেক সিবিএর সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন দীর্ঘ ১৫ বছর পর কাজে যোগদান করায় সংবর্ধনা প্রদান করা হয়।


 


 

২১ মে, বুধবার রাতে টিএসপি এমপ্লীয়জ ক্লাব মিলনায়তনে সমিতির সভাপতি মোঃ জাবেদ ইকবালের সভাপতিত্বে ও সমিতির নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ শাহাবুদ্দিন,বিশেষ অতিথি টিএসপির সাবেক সিবিএর নেতা মোঃ মুজিবুর রহমান মুজিব, সমিতির কার্য্যকরী সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মোঃ সাহাবুদ্দিন,অর্থ সম্পাদক মোঃ জহির উদ্দিন,সাবেক সিবিএর নেতা মোঃ ইউসুফ,মোঃ সাইফুল্লাহ মুনির(বিদ্যুৎ),শহীদুল ইসলাম (ক্যাশিয়ার),শাহাদাত হোসেন (বিপনন),স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সংগঠক মোঃ আব্দুল মালেক ফারুকী শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

 




বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শাহাবুদ্দিন বলেন, বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির অতীত,ঐতিহ্য ও আত্ম-সামাজিক উন্নয়নে যে অবদান ছিল তা ফিরিয়ে আনতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুরোধ জানান।


একেই সাথে জাতীয়তাবাদের চেতনা ধরে সমিতিকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।