অরুণা বিশ্বাস: ক্ষমতায় এসে অনেকেই তাকে ভুলে গেছে!

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জুন ২০২৪ ০৮:৫৮ অপরাহ্ণ   |   ৫৯৭ বার পঠিত
অরুণা বিশ্বাস: ক্ষমতায় এসে অনেকেই তাকে ভুলে গেছে!

ঢাকা প্রেস নিউজ

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস আজকাল নাটক ও টেলিফিল্মে অভিনয় করছেন। গত কয়েক বছর ধরে তিনি কিছুটা সময় দিয়েছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতিতেও। কিন্তু সমিতিতে কাদা ছোঁড়াছোঁড়ির কারণে সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন। কিছু কারণে তার মনে দুঃখও রয়েছে।

ফেসবুকে ২৬ জুন বুধবার অরুণা বিশ্বাস লিখেছেন, "আমার জীবনের দুঃখ হল আমার কোন আত্মীয়-স্বজন ক্ষমতার উচ্চতর কোন জায়গায় নেই। আর বন্ধু, বান্ধব, পরিচিত যাদের আমি আপন মনে করেছি, সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্যমতো পাশে দাঁড়াবার চেষ্টা করেছি কিন্তু তারা যখন কোন ক্ষমতা পেয়েছে আমাকে মনে রাখে নাই।"

অবশ্য তিনি তার পোস্টে কারো নাম উল্লেখ করেননি।

বাবা ছিলেন অরুণা বিশ্বাসের আদর্শ এবং স্টাইলের প্রতীক। তিনি মারা যাওয়ার পরই শুরু হয়েছে জীবন সংগ্রাম। শিখে গেছেন জীবনের মূল্য। অরুণা বিশ্বাসের কথায়, "বাবা চলে যাওয়ার পর জীবন সংগ্রাম শুরু। জীবন কত প্রকার ও কী কী সব শিখে গেছি। জীবন আসলেই সুন্দর আনন্দময়।"