ডোমারে তেলের ড্রাম বিস্ফোরণে পাম্প ম্যানেজার নিহত

প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৪৪ অপরাহ্ণ ৪১৯ বার পঠিত
ডোমারে তেলের ড্রাম বিস্ফোরণে পাম্প ম্যানেজার নিহত

ঢাকা প্রেস
নীলফামারী প্রতিনিধি:-



 

নীলফামারীর ডোমার উপজেলায় একটি মিনি পেট্রোল পাম্পে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার চিলাহাটি বাজারের চৌরাস্তা এলাকায় অবস্থিত আব্দুল্লাহ হ্যাচারি অ্যান্ড ফিলিং স্টেশনে তেলের ড্রাম বিস্ফোরিত হয়ে একজন নিহত হয়েছেন।
 

নিহত ব্যক্তি হলেন সোহাগ আলী (৩২)। তিনি উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের পাটোয়ারী পাড়া লিচুতলা গ্রামের বাসিন্দা এবং পাম্পটিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাম্পের তেলের ড্রামে লিকেজ ঠিক করার চেষ্টা করা হচ্ছিল। ওয়েল্ডিং মিস্ত্রি ড্রামটি ঠিক করার কাজ করছিলেন এবং সোহাগ আলী পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে এবং সোহাগের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।
 

স্থানীয়রা খবর পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সোহাগকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। দুর্ভাগ্যবশত, হাসপাতালে যাওয়ার পথে সোহাগ আলী মারা যান।

এই মর্মান্তিক ঘটনাটি এলাকায় শোকের ছায়া বিস্তার করেছে।