সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০১:২৫ অপরাহ্ণ   |   ৮০ বার পঠিত
সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বিক্রি নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

ঢাকা প্রেস,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:-


সিলেটের কোম্পানীগঞ্জে মাছ বিক্রিকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এই ঘটনা মঙ্গলবার কোম্পানীগঞ্জের বউবাজারে ঘটে।

 

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।
 

স্থানীয়রা জানান, সোমবার সকালে বউবাজারে মাছ বিক্রির সময় ব্যবসায়ীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়, যা ক্রমেই বাগবিতণ্ডায় রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রসহ মুখোমুখি অবস্থান নেন। পরে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন স্থানীয় মুরব্বিরা।
 

তবে, মঙ্গলবার সকালে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ১২টার দিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে উভয়পক্ষ অবস্থান নিলে, একপর্যায়ে ইট-পাথর নিক্ষেপ শুরু হয়। মহাসড়কটি তখন রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশ ছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লাল মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী এবং বেশ কয়েকজন আহত হন।
 

এ বিষয়ে ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, “একটি তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”