কুড়িগ্রামে বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৩

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ জুলাই ২০২৫ ০৫:৩৭ অপরাহ্ণ   |   ৩২ বার পঠিত
কুড়িগ্রামে বিএনপির কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ৩

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ, মশাল মিছিল ও সংঘর্ষে তিন জন আহত হয়েছেন। এই ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন রুহুল আমিন জিয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতিক, এবং ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে দুজন নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি।
 

আজ শুক্রবার (৪ জুলাই) জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন। অব্যাহতিপ্রাপ্তরা হলেন সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপি কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ হোসেন পাখী এবং সদস্য আব্দুল মতিন সরকার শিরিন।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের আনুগত্য না মানা, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকা, চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করা এবং সেইসাথে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে সদ্য ঘোষিত চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে এই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 

ঘোষিত চিলমারী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদ্য অব্যাহতিপ্রাপ্ত মো. আবু সাঈদ হোসেন পাখী এই সিদ্ধান্তকে "মনগড়া" বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়াই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঘটনাগুলো তাদেরই পরিকল্পিত। তিনি অভিযোগ করেন, "ওরা নিজেরাই পরিকল্পিত করে ঘটনা ঘটাইছে। এখন ওনারা ওনাদের গা বাছানোর জন্য এই কাজ করতেছে, এটি দলীয় পরিপন্থী কাজ। দল থেকে বহিষ্কার করার একটা সাংগঠনিক নিয়ম আছে, কানুন আছে। একজন সদস্যকে দল থেকে বহিষ্কার করতে গেলে আমি যেটা জানি চেয়ারম্যানের অনুমতি নেয়া লাগে। সেক্ষেত্রে হঠাৎ করে কেউ কাউকে বহিষ্কার করবে এই ক্ষমতা কেউ কারো কাছে রাখে নাই। আর যে নাটকগুলো চলতেছে সব এদের সৃষ্টি। এরাই আমাদের নাম দিছে, মনগড়া নাম দিছে একজায়গায় ঢুকে দিছে। আবার মনগড়া এরা বহিষ্কার করলো, এগুলো এদের ব্যক্তিগত ব্যাপার।"
 

উল্লেখ্য, গতকাল (৩ জুলাই) সকালে আব্দুল বারি সরকারকে আহ্বায়ক ও আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ। এই কমিটি বাতিলের দাবিতে গতকাল দুপুরেই বিএনপির অধিকাংশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন এবং ওই দিন রাতেই মশাল মিছিল করে কমিটি বাতিলের দাবি জানান। মশাল মিছিলের পরপরই উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারধরের ঘটনা ঘটে। বর্তমানে তিনি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া চিলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
 

এ বিষয়ে চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান বলেন, বিএনপির সংঘর্ষের ঘটনায় রুহুল আমিন জিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।