রাষ্ট্রসংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা কুমিল্লায় সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ   |   ৯৭ বার পঠিত
রাষ্ট্রসংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা কুমিল্লায় সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত 

আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ-

 

রাষ্ট্রসংস্কারে রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা বিষয়ক  গোলটেবিল বৈঠক করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
 

গত বৃহস্পতিবার(২৪ এপ্রিল) বিকেলে  কুমিল্লার একটি রেস্তোরায় কুমিল্লা জেলা সুজনের সভাপতি আলহাজ্ব শাহ্ মোঃ আলমগীর হোসেন'র সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলী আহসান টিটু এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজনের  কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।
 

বক্তব্য রাখেন কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা.মোসলেহ উদ্দিন আহমেদ, সুজন মহানগর কমিটির সভাপতি আনিছুর রহমান আকন্দ,সাধারণ সম্পাদক ওমর ফারুক ভুঁইয়া, সুজন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটু,শিক্ষাবিদ মমিনুল হক ভুইয়া,অধ্যক্ষ সফিকুর রহমান,সাংবাদিক আবুল হাসানাত বাবুল,ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু,রোকেয়া বেগম শেফালী,মজিবুর রহমান মোল্লা,শহিদুল ইসলাম শাহীন, জেলা নির্বাহী সদস্য আজাদ, কলিম উল্লাহ, প্রফেসর মুঞ্জুর রহমান, তৈহিদুর রহমান, মুরাদনগর উপজেলা শাখা সভাপতি আবুল কালাম আজাদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রুহুল আমিন  প্রমুখ।
 

সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেছেন, রাষ্ট্র সংস্কারের যে প্রয়োজনীয় পদক্ষেপ, সে লক্ষ্যে কাজ করছে সুশাসনের জন্য নাগরিক ‘রাষ্ট্র সংস্কার’। জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন বিভাগ, জেলা শহরে সুধীজনদের সাথে মতবিনিময়ের লক্ষ্য হচ্ছে—রাষ্ট্র, সংবিধান, স্থানীয় সরকার ও একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পাদনের জন্য বর্তমান সংবিধান থেকে যা কিছু বাদ দেওয়া বা সংযোজন করা হবে, তা সুধীজনের সুচিন্তিত মতামতের ভিত্তিতেই করা হবে, যাতে ভবিষ্যতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়। ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন—এই দুইটি আলাদা প্রেক্ষাপট। দুইটিকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। রাষ্ট্র সংস্কার ও জাতীয় ঐকমত্য, নাগরিক ভাবনা নিয়ে সারা দেশে সবার মতামতের ভিত্তিতেই আমরা এ-সংক্রান্ত তথ্যাবলি ‘নাগরিক ভাবনা’ হিসেবে জমা দেব। এ ব্যাপারে সবার সহযোগিতা অপরিহার্য।  কুমিল্লা জেলা ও মহানগর কমিটি আয়োজিত সুজনের গোল টেবিল বৈঠকে মুখ্য আলোচক হিসেবে তিনি এ কথা বলেন।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে সংস্কার শেষ করে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দেওয়ার ব্যাপারে আহ্বান জানান এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।