এর আগে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪(১) ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. তৌফিক হাসান। তিনি আসামিকে কারাগারে পাঠানোর আবেদন জানান।
আবেদনে উল্লেখ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে টিএসসি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় প্রক্টোরিয়াল টিম জাহিদকে আটক করে এবং পরে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদ নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তদন্তে ধারণা করা হচ্ছে, চলমান ডাকসু নির্বাচনকে প্রভাবিত বা নাশকতার উদ্দেশ্যে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেছিলেন। তাই অধিকতর তদন্তের স্বার্থে তাকে কারাগারে পাঠানো প্রয়োজন বলে প্রতিবেদনে জানানো হয়।
শুনানিতে আসামিপক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের যুক্তি শোনার পর আদালত জামিন নামঞ্জুর করে জাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।