কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ
আসন্ন নির্বাচনে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আনোয়ার সিদ্দিকী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। বুধবার ভাটিয়ারী জাহানাবাদ এলাকার অলিগলি, সড়ক, হাটবাজার ও বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে হাজার হাজার এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করেন।