আওয়ামী লীগের অনেক এমপি সুষ্ঠু ভোট হলে জামানত হারাবেন: জি এম কাদের

প্রকাশকালঃ ২৯ মে ২০২৩ ০১:১৪ অপরাহ্ণ ১১৬ বার পঠিত
আওয়ামী লীগের অনেক এমপি সুষ্ঠু ভোট হলে জামানত হারাবেন: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মুহাম্মদ (জি এম) কাদের বলেছেন, আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। তবে জাতীয় পার্টি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

তিনি বলেন, দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খেটে খাওয়া মানুষ বাজারে গিয়ে দিশাহারা হয়ে পড়ছেন। সরকার দলীয় এমপিরা উন্নয়নের ঢাক ঢোল পিটিয়ে সাধারণ মানুষের মন জয় করতে পারছেন না। আগামী নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে আওয়ামী লীগের অনেক এমপি প্রার্থী জামানত হারাবেন।


গতকাল সোমবার বিকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে অবস্থা বুঝে ব্যবস্থা নেব। প্রয়োজনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে। দেশ, জনগণ ও পার্টির স্বার্থে জোটবদ্ধভাবে অংশগ্রহণে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি জোট করি তাহলে অবশ্যই বড় দলের সঙ্গেই যাব।

এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন ।