ভারতীয় প্রতিষ্ঠান থেকে ২০০ বগি কিনছে রেলওয়ে: চুক্তি স্বাক্ষর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ মে ২০২৪ ০৭:৩৮ অপরাহ্ণ   |   ৯০৯ বার পঠিত
ভারতীয় প্রতিষ্ঠান থেকে ২০০ বগি কিনছে রেলওয়ে: চুক্তি স্বাক্ষর

                                                                                                                                      ছবি: সংগৃহীত

ব্রডগেজ রেলপথের জন্য ভারতীয় প্রতিষ্ঠান আরআইটিইএস লিমিটেডের কাছ থেকে ২০০টি বগি (প্যাসেঞ্জার ক্যারেজ) কিনতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
 

ঢাকা প্রেসঃ
বাংলাদেশ রেলওয়ে ভারতীয় প্রতিষ্ঠান আরআইটিইএস লিমিটেডের কাছ থেকে ব্রডগেজ লাইনের জন্য ২০০টি যাত্রীবাহী বগি (ক্যারেজ) কিনবে। চুক্তির মূল্য এক হাজার ২০৫ কোটি ৫৪ লাখ টাকা। বগিগুলো স্টেইনলেস স্টিলের, দ্রুতগতিসম্পন্ন, পরিবেশবান্ধব এবং এসি ও অটোমেটিক এয়ার ব্রেক সিস্টেম সমৃদ্ধ হবে। আশা করা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে দুই সেট বগি সরবরাহ করা হবে এবং বাকিগুলো পর্যায়ক্রমে সরবরাহ করা হবে। এই নতুন বগিগুলো দক্ষিণাঞ্চলে নতুন ট্রেন সরবরাহ এবং পুরাতন বগি প্রতিস্থাপনের জন্য ব্যবহার করা হবে।

গুরুত্বপূর্ণ দিক: এই প্রকল্পটি রেলওয়ের যাত্রীসেবা উন্নত করতে সাহায্য করবে। দ্রুতগতিসম্পন্ন বগিগুলো দক্ষিণাঞ্চলে যাতায়াত ব্যবস্থাকে আরও দক্ষ করে তুলবে। নতুন বগিগুলো আরও বেশি আরামদায়ক যাত্রা অভিজ্ঞতা প্রদান করবে।