ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
বিদেশে ভ্রমণের সময় বাংলাদেশের সিম ব্যবহার করে মোবাইল রোমিং সেবার বিল এখন থেকে টাকায় পরিশোধ করা যাবে। এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার দেশের সকল ব্যাংকে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবার ভ্রমণের ক্ষেত্রে একজন গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ৬ হাজার টাকা এবং প্রতি পঞ্জিকা বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত বিল নেওয়া যাবে। এই সীমা একজন গ্রাহকের জন্য নির্ধারিত, এমনকি তিনি একাধিক মোবাইল নম্বর বা অপারেটর ব্যবহার করলেও তা অতিক্রম করা যাবে না।
রোমিং সেবা গ্রহণের জন্য গ্রাহকের বৈধ ভিসা ও টিকিট থাকা বাধ্যতামূলক এবং সেবা চালু করতে হবে ভ্রমণের অন্তত এক সপ্তাহ আগে।
এছাড়া, মোবাইল অপারেটররা বিদেশি নেটওয়ার্ক অপারেটরদের বিল পরিশোধ করতে পারবে। তবে এ ক্ষেত্রে নির্ধারিত ব্যাংকিং নির্দেশনা মানতে হবে।
এর আগে বাংলাদেশি ভ্রমণকারীরা কেবল আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় রোমিং সেবার বিল পরিশোধ করতে পারতেন। এখন থেকে টাকায় পরিশোধের সুযোগ চালু হওয়ায় সেই বাধা দূর হলো।
ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি মোবাইল অপারেটরদের সেবা বিস্তারে সহায়ক ভূমিকা রাখবে।