অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিল: নৌ উপদেষ্টা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ মার্চ ২০২৫ ০২:৫৩ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
অতিরিক্ত ভাড়া নিলে লঞ্চের রুট পারমিট বাতিল: নৌ উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌপথ এবং সড়কপথের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন।
 

তিনি জানিয়েছেন, আগামী ১৫ রোজা থেকে লঞ্চগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না, এবং নির্ধারিত ভাড়া টানিয়ে রাখতে হবে। যদি কোনো লঞ্চ অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে তার রুট পারমিট বাতিল করা হবে। এছাড়া, লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না এবং নির্ধারিত সময় ও সিরিয়াল মেনে চলতে হবে।
 

তিনি আরও জানান, রাতের বেলা স্পিডবোট ও বাল্কহেডের চলাচল বন্ধ থাকবে এবং ফেরিতে যাত্রীসহ বাস ওঠানামা করতে পারবে না। যাত্রীদের নামিয়ে বাস ওঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সড়কপথে গুলিস্তান জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত যানজট মুক্ত রাখতে হবে এবং কোনো স্টেশনে পাশাপাশি তিনটি বাস একসঙ্গে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করতে পারবে না।
 

এই সিদ্ধান্তগুলো ঈদুল ফিতরের সময় নৌপথ এবং সড়কপথের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।