ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা

প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৪ ০১:৪৭ অপরাহ্ণ ৬১৩ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা

কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রবিবার (১৪ জুলাই) বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শুরু হওয়া এই পদযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাবি অধিভুক্ত সাত কলেজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে।

একই দিনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও তাদের নিজ নিজ জেলায় কোটা সংস্কারের দাবিতে গণপদযাত্রা করেছে।

রাজধানীতে পদযাত্রাকারীরা শাহবাগ-মৎস্যভবন-প্রেসক্লাব হয়ে বঙ্গভবনের উদ্দেশে এগিয়ে যাচ্ছে। বঙ্গভবনে পৌঁছে তারা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবেন। রাজধানীর বাইরে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দেবেন।

আন্দোলনকারীদের দাবি:

সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করা।
সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে (সর্বোচ্চ ৫ শতাংশ) এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করা।
পদযাত্রায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবি জানাচ্ছে। এর মধ্যে রয়েছে:

'পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না', 'কুবিতে হামলা কেন? প্রশাসন জবাব দে'
'হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না', 'দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক'
'সংবিধানের মূল কথা, সুযোগের সমতা', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে'
'আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না', 'সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা'
'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,' 'কোটা না মেধা, মেধা মেধা'
'আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম'
এই আন্দোলন কতদিন ধরে চলবে তা এখনও স্পষ্ট নয়। তবে, শিক্ষার্থীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ‍নির্ধার করেছে বলে জানা গেছে।