জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) প্রথম চার্জশিট দাখিল করেছে। চার্জশিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ১৬ জনকে সরাসরি এবং অজ্ঞাতনামা ৮০ জনকে অন্তর্ভুক্ত করে মামলা দায়ের করেছিলেন।
ডিএমপি জানিয়েছে, বিভিন্ন থানায় দায়েরকৃত মামলাগুলোর তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হচ্ছে। সোমবার আদালতে প্রথম চার্জশিট দাখিল করা হলেও আজকের মধ্যে আরও একটি চার্জশিট দাখিলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, অন্যান্য কয়েকটি হত্যা মামলার চার্জশিট তৈরি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।