ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-
জুলাই সনদ ও ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।
মঙ্গলবার (১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম বলেন, "জুলাই ঘোষণাপত্র ও সনদ আমরা আদায় করেই ছাড়ব। যারা ভাবছে রাজপথ থেকে মানুষ সরে গেছে, তারা ভুল ভাবছে। প্রয়োজন হলে ছাত্র, তরুণ, শ্রমিকসহ সবাইকে আবার রাজপথে নামতে আহ্বান জানাব। ইনশাআল্লাহ, আমরা আমাদের দাবি আদায় করব।"
তিনি বলেন, “জুলাই পদযাত্রা মানেই দেশ গড়ার পদযাত্রা। আমরা মানুষের কাছে যাব, তাদের সঙ্গে কথা বলব, শহীদ আবু সাঈদের স্বপ্ন তুলে ধরব। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতীক, তাঁর বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়াই আমাদের অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “১৯ জুলাইয়ের সেই ঘটনার পর তরুণরা রুখে দাঁড়িয়েছিল বলেই স্বৈরাচার সরকারের পতন ঘটেছে। আজও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। রাষ্ট্র সংস্কার, বিচার প্রতিষ্ঠা ও নতুন সংবিধান প্রণয়নই এখন সময়ের দাবি।”
জুলাই পদযাত্রার সূচনা প্রসঙ্গে নাহিদ বলেন, “আমরা আজ শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই ঐতিহাসিক পদযাত্রা শুরু করেছি। এটি একমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন নয়, বরং নতুন রাষ্ট্র নির্মাণের উদ্যোগ।”
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
কবর জিয়ারতের পর শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন নেতারা এবং তাদের খোঁজখবর নেন। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি।