গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে — মুহাম্মদ শাহজাহান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ অক্টোবর ২০২৫ ০৭:১৬ অপরাহ্ণ   |   ৩৫ বার পঠিত
গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে — মুহাম্মদ শাহজাহান

সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম:-

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জাতীয় গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণের এক ঐতিহাসিক মোড়। এই গণভোট বিলম্বিত হলে নতুন বাংলাদেশের অভিযাত্রা হুমকির মুখে পড়বে। জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতেই একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় দেওয়ানবাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

মুহাম্মদ শাহজাহান বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতা ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার প্রত্যাশায় রয়েছে। গণভোটের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। কিন্তু কোনো অজুহাতে এই প্রক্রিয়া বিলম্বিত বা প্রশ্নবিদ্ধ করা হলে তা হবে জনগণের রায় ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা।
 

তিনি আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য দেশপ্রেমিক, ন্যায়নিষ্ঠ ও ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। জামায়াতে ইসলামী সব সময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিবর্তনে বিশ্বাসী। জনগণের ভোট ও মতামতই রাষ্ট্র পরিচালনার একমাত্র ভিত্তি হওয়া উচিত।
 

সমাবেশের শেষ অংশে মুহাম্মদ শাহজাহান বলেন, “আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও নিরপেক্ষ গণভোটই পারে নতুন বাংলাদেশের অভিযাত্রাকে ত্বরান্বিত করতে। এজন্য সকল স্তরের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আজাদ, রাঙামাটি জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন জেলার সেক্রেটারিগণ।