ঠাকুরগাঁওয়ে গণপিটুনিতে মোটরসাইকেল চোর নিহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৪:১৫ অপরাহ্ণ   |   ২৩০ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে গণপিটুনিতে মোটরসাইকেল চোর নিহত

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (ঠাকুরগাঁও):-

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে রুবেল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে।
 

নিহত রুবেল পীরগঞ্জ উপজেলার পাটুয়াপাড়া গ্রামের বাসিন্দা খলিলের ছেলে।
 

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল জানান, সকালে যাদুরানী বাজারে মুদি দোকানদার আব্দুল মালেক তার মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে তালা খুলছিলেন। এ সময় রুবেল মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন। দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এসে রুবেলকে ধরে ফেলে এবং তাকে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। রুবেলের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।