চাটমোহরে ইউপি সদস্যের ওপর হামলার চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০৫:৫৪ অপরাহ্ণ ০ বার পঠিত
চাটমোহরে ইউপি সদস্যের ওপর হামলার চেষ্টা, অস্ত্রসহ আটক ৩

ঢাকা প্রেস,পাবনা উত্তর প্রতিনিধি:-

 

পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের সালিশ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে ইউপি সদস্যের ওপর হামলার চেষ্টা চালানোর অভিযোগে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
 

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ঝাকড়া পশ্চিমপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
 

আটককৃতরা হলেন:

  • আনিছুর রহমান (৪৬), নাটোরের গুরুদাসপুর উপজেলার খাকড়াদহ গ্রামের জনাব আলী মোল্লা লাবুর ছেলে।
  • তার ছেলে আরিফুল ইসলাম (২৪)।
  • একই এলাকার নাজিমুদ্দিনের ছেলে আতিকুল ইসলাম (২৫)।


পুলিশ জানায়, ঝাকড়া পশ্চিমপাড়া গ্রামের আনিছুর রহমান ও তার ভায়রা সাজ্জাদ হোসেনের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন সালিশ ডাকেন। সোমবার সন্ধ্যায় আনিছুর, আরিফুল এবং আতিকুল কামাল মেম্বারের বাড়ির সামনে এসে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তারা কামাল মেম্বারকে হুমকি দেন এবং সঙ্গে থাকা অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করেন।


কামাল মেম্বারের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের আটক করে এবং পুলিশকে খবর দেয়। পরে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলমের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় একটি ওয়ান শুটারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।


চাটমোহর থানার ওসি মনজুরুল আলম বলেন, "জমি নিয়ে বিরোধের জেরে তারা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে এসেছিল। ঘটনাস্থল থেকে তাদের আটক এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই আব্দুল খালেক বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।"
 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে।