৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

প্রকাশকালঃ ০৬ জানুয়ারি ২০২৪ ০৩:০২ অপরাহ্ণ ১৬৯ বার পঠিত
৮ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬ যানবাহনে আগুন: ফায়ার সার্ভিস

সারা দেশে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ১৬ ঘণ্টায় ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা (১টি বৌদ্ধ মন্দির, ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান) পুড়ে গেছে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বার্তা পাঠিয়ে জানিয়েছে। এসব ঘটনায় ৪ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন:

  • নোয়াখালীর সোনাইমুড়িতে ট্রেন থেকে নেমে আসার সময় আগুনে দগ্ধ হয়ে নিহত হয়েছেন ২ জন।
  • চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি স্কুলের ছাত্রাবাসে আগুনে পুড়ে নিহত হয়েছেন ১ জন।
  • কুমিল্লার লালমাইয়ের একটি স্কুলে আগুনে পুড়ে নিহত হয়েছেন ১ জন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনউদ্দিন বলেন, "শনিবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত ১৬ ঘণ্টায় ৬টি যানবাহন ও ৯টি স্থাপনা (১টি বৌদ্ধ মন্দির, ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান) পুড়ে গেছে। এসব ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।"

তিনি আরও বলেন, "আগুন দ্রুত ছড়ানোর কারণ হিসেবে বিদ্যুৎস্পৃষ্ট, শর্ট সার্কিট, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়ার সম্ভাবনা রয়েছে।"

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।