কুড়িগ্রামে ইউপি চেয়ারম‌্যানসহ আ লী‌গের ৩ নেতা গ্রেপ্তার

প্রকাশকালঃ ১৪ ডিসেম্বর ২০২৪ ০২:৫২ অপরাহ্ণ ০ বার পঠিত
কুড়িগ্রামে ইউপি চেয়ারম‌্যানসহ আ লী‌গের ৩ নেতা গ্রেপ্তার

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় এক ইউপি চেয়ারম‌্যানসহ দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্প‌তিবার (১২ ডি‌সেম্বর) দুপু‌রে ধরনীবা‌ড়ি ইউনিয়‌নের বাম‌নের হাট বাজার থে‌কে ইউপি চেয়ারম‌্যান এরশাদুল হককে গ্রেপ্তার করা হয়।

 

তি‌নি উপ‌জেলা কৃষক লী‌গ নেতা ছি‌লেন ব‌লে জানা গে‌ছে।

 

এর আগে গত বুধবার রা‌তে পৌর শহ‌রের পাট হাটি থেকে পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর প্যানেল মেয়র খোরশেদ আলম লিটন (৪৪) ও গুনাইগাছ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম‌কে (৪০) গুনাইগাছ ইউনিয়‌নের নাগরাকুড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থে‌কে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

 

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদেরকে আদালতের মাধ‌্যমে জেলহাজ‌তে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।