উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৫ ০৭:২৩ অপরাহ্ণ   |   ২০২ বার পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধি:-

 

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মা্হমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে ওঠেছে কুমিল্লার মুরাদনগরবাসী। বুধবার বিকেলে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  
 

পরে আল্লাহু চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি এডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইব্রাহিম খলিল, ছাত্র সমন্বয়ক প্লাবন আহাম্মদ, সমাজসেবক কামারুল হাসান ক্যানাল ও কবির হোসেন প্রমুখ।


বক্তারা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মা্হমুদ সজিব ভুইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকার আহবান জানান, অন্যথায় অপপ্রচার কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাসহ রাজপথে মোকাবিলা করার হুশিয়ারি দেন।