দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আগামী নভেম্বরে রাষ্ট্রীয়ভাবে যাচ্ছেন যুক্তরাজ্য সফরে

প্রকাশকালঃ ২৭ সেপ্টেম্বর ২০২৩ ০২:৩২ অপরাহ্ণ ২৮৬ বার পঠিত
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আগামী নভেম্বরে রাষ্ট্রীয়ভাবে যাচ্ছেন যুক্তরাজ্য সফরে

ক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে আগামী নভেম্বরে রাষ্ট্রীয়ভাবে যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। গতকাল মঙ্গলবার বাকিংহাম প্যালেস এই কথা জানিয়েছে।

চার্লসের মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গত বছর সেপ্টেম্বরে চার্লস রাজার দায়িত্ব গ্রহণ করার পর যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে আসা ইউন হবেন দ্বিতীয় বিদেশি নেতা। এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গত নভেম্বরে প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর করেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সফরের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। গত এপ্রিলে দক্ষিণ কোরিয়ার নেতা যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় সফর চলাকালে বিশ্বের মনোযোগ আকর্ষণ করেন। এ সময় তিনি তার প্রিয় গান ‘আমেরিকান পাই’ পরিবেশন করে অতিথিদের অবাক করে দেন।