আজও রাজপথে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ মার্চ ২০২৫ ০৪:৫৯ অপরাহ্ণ   |   ১৪৮ বার পঠিত
আজও রাজপথে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আন্দোলন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে আজও রাজপথে অবস্থান করছেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর শাহবাগে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
 

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজপথে অবস্থান করলেও এখনো কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। তারা মনে করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্তদের প্রতি চরম অবিচার করা হয়েছে।
 

তাদের বক্তব্য, প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশপ্রাপ্তরা ইতোমধ্যে চাকরিতে যোগ দিলেও একই প্রক্রিয়ায় সুপারিশপ্রাপ্ত তৃতীয় ধাপের প্রার্থীদের নিয়োগ বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। "একই নিয়োগে দুই নীতি" কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা সাফ জানিয়ে দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
 

প্রসঙ্গত, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার পর গত বছরের ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়, যেখানে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। কিন্তু নিয়োগ জটিলতায় তারা এখনো অনিশ্চয়তায় রয়েছেন এবং তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।