সাবেক ভাইস চেয়ারম্যানকে ছাত্র-জনতার গণধোলাই, পুলিশের হাতে তুলে দিলেন জনতা

প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৪ ০৪:০১ অপরাহ্ণ ৫৪৭ বার পঠিত
সাবেক ভাইস চেয়ারম্যানকে ছাত্র-জনতার গণধোলাই, পুলিশের হাতে তুলে দিলেন জনতা

ঢাকা প্রেস,কুষ্টিয়া প্রতিনিধি:-
 

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাসেল হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরের মজমপুরগেট এলাকা থেকে আটক করা হয়।

আজ বুধবার (১৩ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান।

জানা গেছে, রাসেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি গত ৫ আগস্ট থেকে আত্মগোপনে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেলে মোটরসাইকেলে করে শহরের মজমপুরগেট এলাকা পার হওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। পরে মোটরসাইকেল থামিয়ে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেয় এবং এরপর মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।

ওসি শিহাবুর রহমান বলেন, “গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলায় রাসেল আসামি ছিলেন। পুলিশ তাকে নজরদারিতে রেখেছিল। বিকেলে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে মজমপুরগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। উত্তেজিত জনতা তাকে দু-একটি আঘাত করতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায় আরও একাধিক মামলা রয়েছে, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”