পাবলিক পার্কে প্রেকটিস করতে হচ্ছে ভারতীয় দলকে; সমালোচনা রাহুলের

প্রকাশকালঃ ০৪ জুলাই ২০২৪ ০৭:৪৭ অপরাহ্ণ ১৫৫ বার পঠিত
পাবলিক পার্কে প্রেকটিস করতে হচ্ছে ভারতীয় দলকে; সমালোচনা রাহুলের

ভারতের কোচ রাহুল দ্রাবিড় প্রশ্ন তুলেছেন বিশ্বকাপের জন্য অনুশীলনের সুযোগ সুবিধা নিয়ে। এর আগে ম্যাচের ভেন্যু এবং আবাসন ব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা।
বিশ্বকাপের মতো বড় আসরে দলগুলোর জন্য সাধারণত অনুশীলনের আলাদা মাঠ বা ইনডোর অনুশীলনের ব্যবস্থা থাকে। কিন্তু নিউইয়র্কে প্রথম ম্যাচের আগে ভারতীয় দলকে অনুশীলন করতে হচ্ছে পাবলিক পার্কে।


আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সময় আগামীকাল রাত সাড়ে ৮টায় নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের মাঠে সেই ম্যাচের আগে ভারতীয় দলকে অনুশীলন করতে হচ্ছে নিউইয়র্কের ক্যান্টিয়াগ পার্কে। জনসাধারণের জন্য উন্মুক্ত এই পার্কে অনুশীলন করতে হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।

মেন ইন ব্লুর কোচের দায়িত্ব ছাড়তে যাওয়া দ্রাবিড় বলেন, ‘নিশ্চিত করেই বিশ্বকাপে আপনার বড় স্টেডিয়াম অথবা প্রচলিতভাবে ক্রিকেট স্টেডিয়াম থাকতে হবে। কিন্তু আমরা একটি পাবলিক পার্কে অনুশীলন করছি। একটা পার্কে অনুশীলন করাটা কিছুটা হলেও অদ্ভুত।’