দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ জানুয়ারি ২০২৬ ০৮:৩৬ অপরাহ্ণ   |   ১৩৮ বার পঠিত
দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন পেলেন ‘জুলাই যোদ্ধা’ সুরভী

গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুরে চাঁদাবাজির মামলায় আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুরের কয়েক ঘণ্টা পরই তা বাতিল করে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছেন আদালত।
 

সোমবার (তারিখ উল্লেখযোগ্য) কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় সুরভীকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক সৈয়দ ফজলুল মাহাদী পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পরপরই আসামিপক্ষ জেলা ও দায়রা জজ আদালতে রিমান্ড আদেশের বিরুদ্ধে ফৌজদারি রিভিশন দায়ের করে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেন।
 

আদালত পরিদর্শক মো. আব্দুল মান্নান জানান, সন্ধ্যার পর পূর্ণ শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক অমিত কুমার দে দুই দিনের রিমান্ড আদেশ বাতিল করে সুরভীকে চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন দেন।
 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন বলেন, পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে সুরভীকে ‘অপ্রাপ্তবয়স্ক’ দাবি করে তার গ্রেপ্তার ও রিমান্ডের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। জন্ম সনদ অনুযায়ী সুরভীর বয়স ১৭ বছর হলেও মামলার নথিতে তার বয়স ২১ বছর উল্লেখ করা হয়েছে বলে দাবি করা হয়।
 

সুরভীর আইনজীবী ও গাজীপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান কামাল বলেন, দুপুরে রিমান্ড আদেশের বিরুদ্ধে দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করা হয়। শুনানি শেষে আদালত বয়সসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে দুই দিনের রিমান্ড বাতিল করে এবং চার সপ্তাহের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন।
 

এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, মামলাটি তার যোগদানের আগেই দায়ের হলেও তিনি বিষয়টি সম্পর্কে অবগত। তিনি বলেন, এ মামলায় কারও প্রতি অবিচার হওয়ার সুযোগ নেই।
 

পুলিশ জানায়, সুরভী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও ও লাইভের মাধ্যমে পরিচিতি পান। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ নানা অভিযোগ রয়েছে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ২৫ নভেম্বর রাতে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়—জুলাই-অগাস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে কয়েক দফায় অর্থ আদায় করা হয়। তাকে আসামি করা, পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এবং মীমাংসার কথা বলে একটি চক্র বিপুল অর্থ আদায় করে। ওই চক্রের সঙ্গে সুরভীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নাইমুর রহমান দুর্জয় নামের এক যুবক সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সুরভীকে গ্রেপ্তার করা হয়।