ঢাকা প্রেস নিউজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ বুধবার (১৬ অক্টোবর) হাইকোর্ট ঘেরাও করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালিত হচ্ছে। আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই বিচারপতিদের অপসারণের জন্য দুপুর ২টার মধ্যে একটি আলটিমেটাম দিয়েছেন।
হাইকোর্টের সামনে হাজার হাজার শিক্ষার্থী সমবেত হয়ে ‘ঘেরাও ঘেরাও ঘেরাও হবে—হাইকোর্ট ঘেরাও হবে’, ‘দিয়েছি তো রক্ত—আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়—ভেসে যাবে অন্যায়’, ‘ফ্যাসিবাদের আস্তানা—ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই—খুনি হাসিনার ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন। হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের দাবি না মানা হয়, তাহলে তারা হাইকোর্ট ত্যাগ করবেন না।
তিনি আরও দাবি করেছেন, সারা দেশ থেকে আওয়ামী লীগের আইনজীবীদেরও অপসারণ করতে হবে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিস্ট বিচারকদের পদত্যাগের দাবিতে আগামীকাল (বুধবার) সকাল ১১টায় হাইকোর্ট ঘেরাও কর্মসূচি।’