সোশ্যাল মিডিয়ার ঝটিকা মিছিল বাস্তবে নেই: ডিএমপি কমিশনার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ   |   ৩০ বার পঠিত
সোশ্যাল মিডিয়ার ঝটিকা মিছিল বাস্তবে নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝটিকা মিছিলের ভিডিও ছড়িয়ে পড়লেও বাস্তবে তা নেই। তিনি বলেন, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
 

আজ বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ডিএমপি ও জাইকার আয়োজিত রোড সেফটি সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 

ডিএমপি কমিশনার বলেন, গত ১৭ বছরে বড় ধরনের কোনো অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। তাই পুলিশে বর্তমানে কর্মরত প্রায় দুই লাখ সদস্যের অর্ধেকের বেশি নিয়োগপ্রাপ্ত যারা কখনো ভোট দেননি বা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা নেই।
 

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে পুলিশের প্রশিক্ষণ কার্যক্রম চলছে। পুলিশ দায়িত্ব পালন করতে প্রস্তুত হচ্ছে এবং নির্বাচনে ১০০ শতাংশ নিরপেক্ষতা বজায় রাখার জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
 

সাজ্জাত আলী আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন হবে ‘নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য’। তবে দীর্ঘদিন ক্ষমতায় থাকা দলটি এবার অংশ নিতে না পারায় পরিস্থিতি জটিল হতে পারে।
 

তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটি ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টা করতে পারে। তবে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে, যেন কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে।
 

কমিশনার আশা প্রকাশ করেন, নভেম্বরের শেষের দিকে দেশে একটি শান্তিপূর্ণ ও নির্বাচনী পরিবেশ তৈরি হবে। তিনি উল্লেখ করেন, ভোটে অংশগ্রহণকে গুরুত্ব দেওয়া দরকার, বিশেষ করে যারা ৩৫-৪০ বছর বয়সেও এখনো ভোট দেননি।
 

রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মিছিলের সংখ্যা কিছুটা বেড়েছে, তবে অধিকাংশই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেকে নাইট কোচে আসা মাত্র ব্যানার দেখিয়ে ভিডিও তুলে ফেসবুকে পোস্ট করছে, এতে মনে হয় বড় মিছিল হয়েছে, কিন্তু বাস্তবে তা নেই।
 

সাজ্জাত আলী বলেন, সোশ্যাল মিডিয়ার প্রভাব অস্বীকার করা যায় না, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, পুলিশ সক্ষমতা রাখে সব ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য।