মোঃ শফিকুল ইসলাম রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রিজাইডিং অফিসারদের নির্বাচনকালীন দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব এবং আইনানুগ আচরণের গুরুত্বের ওপর জোর দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মোতাওয়াক্কিল রহমান। তাঁরা ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটগ্রহণ প্রক্রিয়ায় সমন্বিত দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জান্নাতুল ফেরদৌস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “প্রিজাইডিং অফিসাররা নির্বাচন ব্যবস্থাপনার মূল চালিকাশক্তি। তাঁদের দক্ষতা ও সততার ওপরই নির্বাচন ব্যবস্থার সফলতা অনেকাংশে নির্ভর করে।”
প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত আইন, বিধি-বিধান, ভোটগ্রহণ পদ্ধতি, গণভোট পরিচালনা, ফলাফল প্রেরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।