 
                            
ঢাকা প্রেস
কুমিল্লা জলা প্রতিনিধিঃ
কুমিল্লা: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে রোববার (৯ জুন) সকালে কুমিল্লার বুড়িচং উপজেলার এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম মো. আনোয়ার হোসেন (৫০)।
স্থানীয়রা জানিয়েছে, ঘটনাটি রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা সীমান্ত এলাকায় ঘটেছে। নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত খন্দকার জানিয়েছেন, মরদেহটি এখনো ভারতীয় সীমান্তের অপর পাশে পড়ে আছে। বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনায় এখনো পর্যন্ত কোন পক্ষ থেকেই কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয়রা বিএসএফের গুলিবোরের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।
 
                                                
                                                 
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                         
                                        
                                        
                                    