ঢাকা প্রেস-নিজস্ব প্রতিনিধি:-
নওগাঁ জেলা অবসরপ্রাপ্ত সদর সহ ১১ উপজেলার সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে এক আলোচনা সভা অন্তে সর্ব সম্মতি ক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
অদ্য ২৩/৪/২৫ রোজ বুধবার সকাল ১০ টায় স্হানীয় একটা হলরুমে নওগাঁ ১১ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য গনকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা ৩টা পর্যন্ত চলে এবং শেষে মধান্হ ভোজের ব্যাস্হা ও ছিল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নওগাঁ জেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সংগঠনে প্রতিষ্ঠাতা সভাপতি মোঃআজিজুল হক এবং সঞ্চালনা করেন সাবেক সাঃসম্পাদক ও সভাপতি মোঃখোরশেদ আলম।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি বীর মুক্তি যোদ্ধা সিরাজ খান, মান্দা উপজেলা সভাপতি আঃকাদের,আত্রাই উপজেলার সভাপতি বীর মুক্তি যোদ্ধা মুনসুর আলী,ধামুইরহাট উপজেলার সভাপতি আঃরশিদ,বদলগাছী উপজেলার সভাপতি মোঃইসাহক আলী,পত্নীতলা উপজেলার সভাপতি মোঃমোরসেদ আলম, নওগাঁ সভাপতি ইন্তাজুল ইসলাম,আলহাজ্ব গোলাম মোস্তফা, সহ সভাপতি মামুন,লিল্লুর রহমান, আমিনুল ইসলাম, টিপু সুলতান,আঃমান্নান প্রমূখ।
অলোচনা অন্তে সর্বসন্মতি ক্রমে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত হয়েছে। যার বয়স মোট ৬০ দিন ধায্য করা হয়।উক্ত ৬০ দিনের মধ্যে একটা পূর্ণাঙ্গ কমিটি সম্পর্ন গনতান্ত্রিক পদ্ধতিতে গঠনের পরামর্শ দেওয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা সিরাজ খান আহবায়ক ও আঃমান্নান কে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির সর্বসন্মর্তি ক্রমে নাম প্রকাশ করা হয়।
যুগ্নআহবায়ক মোঃআজিজুল হক,,মোঃমামুন,আঃকাদের সন্মানিত সদস্য টিপু সুলতান,জিল্লুর রহমান, জুয়েলুর রহমান,রফিকুল ইসলাম টিপু, আবুল কালাম আজাদ,মাহামুদ,মোঘল হোসেন, আলহাজ্ব আবুল কালাম, আমিনুল ইসলাম, আঃরব,আঃছামাদ,জাহাঙ্গীর আলম প্রমূখ।
উপস্থিত বক্তারা বলেন অতীতে এই সৈনিক সংস্থার যারা নেতৃত্ব দিয়েছেন তাদের ব্যাক্তি স্বার্থে, রাজনৈতিক নেতাদের লেজরবৃত্তি করে সংগঠন ধংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন। আমরা আজ সবাই কে প্রতিশ্রুতি দিতে হবে আগামী দিনে যারা আমাদের নেতা হবেন,আর কোন রাজনৈতিক নেতার লেজুরবৃত্তি করে সংগঠন ধংশ করতে দিব না। আমরা সরকারের রেশন,পেনশান ও ফ্রি চিকিৎসা সহ পরিবারের বিভিন্ন সুযোগ সুবিধা আমরা ভোগ করি,বিধায় সেনাপ্রধান আমাদের যেভাবে নির্দেশনা দিবে আমরা সেনাপ্রধান ও সরকারের নির্দেশনা মোতাবেক চলবো ইনশাআল্লাহ। আমাদের কোন সদস্য কোথাও অন্যায় ভাবে হেনেস্তার শিকার হলে তা একসাথে মোকাবিলা করার ওয়াদাবদ্ধ। শেষে সভার সভাপতি মোঃআজিজুল হক সকল উপস্থিত সশস্ত্র বাহিনীর সন্মানিত সকল সদস্য গন কে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা স্বীকার করে মধান্হ ভোজের দাওয়াত দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।