মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম তার সমর্থকদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে প্রবেশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কেন্দ্রে উপস্থিত হওয়ার ছবি ছড়িয়ে পড়ে। কেন্দ্র পর্যবেক্ষকদের মতে, এ কারণে ওই কেন্দ্রে এখনও ভোট গণনা শুরু করা সম্ভব হয়নি।
অন্যদিকে, টিএসসি কেন্দ্রে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র সহসাধারণ সম্পাদক প্রার্থী হাসিবুল ইসলাম প্রবেশদ্বারে দাঁড়িয়ে শ্লোগান ও হট্টগোল করেন। তারা ‘ভোট চোর, প্রশাসন ভোট চোর’ বলে স্লোগান দিতে থাকায় সেখানে ভোট গণনাও শুরু করা যায়নি।
এ সময় আবিদুল ইসলাম অভিযোগ করেন, “সাদিক কায়েম অবাধে ভোট গণনা পর্যবেক্ষণ করছে, অথচ আমাদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে।”
এর আগে বিকেলে সংবাদ সম্মেলনে আবিদুল ইসলাম খান নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বলেন, “আমরা যে নির্বাচন আশা করেছিলাম, তা হয়নি। এই নির্বাচন গণঅভ্যুত্থানের চেতনাকে ব্যর্থ করেছে।” তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা পাশের নামে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সুযোগ করে দিয়েছে।
ভোট গ্রহণ প্রক্রিয়া জুড়ে অনিয়মের অভিযোগ এনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সতর্ক করে বলেন, “ভোট গণনায় কারসাজির চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।”