বিমা কোম্পানির মূল্যবৃদ্ধিতে চাঙা ঢাকার শেয়ারবাজার

প্রকাশকালঃ ২৪ মে ২০২৩ ০১:৩৬ অপরাহ্ণ ৭৫ বার পঠিত
বিমা কোম্পানির মূল্যবৃদ্ধিতে চাঙা ঢাকার শেয়ারবাজার

ঢাকার শেয়ারবাজারে আজও ঊর্ধ্বমুখী ধারায় লেনদেনে শুরু হয়েছে। দিনের প্রথম তিন ঘণ্টায় তিনটি সূচকেরই উত্থান হয়েছে। মূলত বিমা কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির প্রভাবে বাজার আজ সামগ্রিকভাবে চাঙা।

ঢাকার শেয়ারবাজারে প্রথম তিন ঘণ্টায় ডিএসইএক্স সূচক বেড়েছে ১১ দশমিক ৭৬ পয়েন্ট, ডিএসইএস সূচক বেড়েছে ১ দশমিক ৭৫ পয়েন্ট আর ডিএস ৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ২৯ পয়েন্ট। তবে দিনের প্রথম আড়াই ঘণ্টায় সূচকের আরও উত্থান হয়েছিল। পরে তা কিছুটা কমে আসে।


বাজার বিশ্লেষকেরা বলেন, বিমা ছাড়া সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না-এই খবরে আজ ঢাকার বাজারে যতগুলো বিমা কোম্পানির শেয়ার লেনদেনে হয়েছে, তার সবগুলোরই দাম বেড়েছে। যদিও সপ্তাহের শুরুতে বিমা কোম্পানিগুলোর শেয়ারের মূল্য সংশোধন হয়। তার প্রভাবে সূচক পড়েও যায়। কিন্তু আজ আবার বিমা কোম্পানির শেয়ারদর বেড়েছে, যার কারণে বাজারে চাঙাভাব দেখা যাচ্ছে।


আজ ঢাকার বাজারে যেসব কোম্পানি শীর্ষ লেনদেনের তালিকায় আছে, তাদের প্রথম ১০টি কোম্পানির মধ্যে চারটি বিমা খাতের-পঞ্চম স্থানে আছে চার্টার্ড লাইফ, ষষ্ঠ স্থানে আছে রূপালি লাইফ, সপ্তম স্থানে আছে প্রগতি লাইফ ও ১০ম স্থানে আছে মেঘনা লাইফ।

তবে লেনদেনের শীর্ষে আছে ইন্ট্রাকো ও নাভানা ফার্ম লিমিটেড। দিনের প্রথম আড়াই ঘণ্টায় লেনদেনে হয়েছে ৭৮১ কোটি টাকার শেয়ার।