ঢাকা প্রেস
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিযুক্ত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব মো. শাহীনুর ইসলাম এতে স্বাক্ষর করেছেন।
নিয়োগের শর্তাবলী:
বিশ্ববিদ্যালয়ের এই নতুন কোষাধ্যক্ষের দায়িত্ব হবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করা।