ঢাকা প্রেস নিউজ
শেখ হাসিনাকে গণহত্যার আসামি হিসেবে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে বিজিবি সদর দপ্তরের পিলখানা সীমান্ত সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, "শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরেন, তবে তাকে গণহত্যার আসামি হিসেবে আদালতে দাঁড়াতে হবে। ন্যায্য বিচারের মাধ্যমে এ হত্যাকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।"
তিনি উল্লেখ করেন, "ফ্যাসিস্ট শাসক হাসিনাকে কোনো রাজনৈতিক দল সরাতে পারেনি, সেটি পেরেছে ছাত্র-জনতা। সেই আন্দোলনে যারা আহত বা নিহত হয়েছেন, তারা দেশের জন্য রাস্তায় নেমেছিলেন। এদের কেউ বেকার ছিলেন না, বরং তারা দেশের প্রতি দায়বদ্ধ ছিলেন।"
ফরিদা আখতার আরও বলেন, "আমরা যারা সেই সময় রাস্তায় নেমেছিলাম, আজ আমাদের অবস্থান তুলনামূলক ভালো। তাই আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতা আরও বেশি। রক্তের বিনিময়ে পাওয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করতে হবে সৎভাবে। যদি আমরা আন্দোলনের শহীদদের জন্য কিছু করতে ব্যর্থ হই, তবে যে শাস্তি পাব, তা মাথা পেতে নেব।"
পিলখানা হত্যাকাণ্ডের বিচারের বিষয়েও তিনি জোর দিয়ে বলেন, "বর্তমানে যারা বিজিবিতে কর্মরত আছেন, তাদের এ হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সচেষ্ট হতে হবে। এ বিচার হতেই হবে।"
চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের ইলিশ ভারতে যাওয়ার বিষয়টি বন্ধে বিজিবিকে নজরদারি বাড়ানোর অনুরোধ জানান ফরিদা আখতার।