সরকার পরিচালনা করুন শক্ত হাতে: প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৪ অপরাহ্ণ   |   ৮৭ বার পঠিত
সরকার পরিচালনা করুন শক্ত হাতে: প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল

ঢাকা প্রেস নিউজ

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি শক্ত হাতে সরকার পরিচালনা করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সারাবিশ্বে আপনার সুনাম রয়েছে। আশা করছি, সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রেখে দ্রুত ন্যূনতম সংস্কার সম্পন্ন করে নির্বাচন পরিচালনা করবেন। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা, শান্তি এবং ভবিষ্যতের জন্য সমৃদ্ধি নিশ্চিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা।”
 

মঙ্গলবার, বিএনপির উদ্যোগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
 

তিনি আরও বলেন, “কিছু মানুষ, কিছু গোষ্ঠী বিএনপিকে টার্গেট করে মিথ্যা প্রচারণা চালাচ্ছে, এমনকি তারা বলছে বিএনপি শুধু নির্বাচন চায়, সংস্কার চায় না। এসব মিথ্যা ও অপপ্রচার দিয়ে তারা বিএনপিকে হেয় করার চেষ্টা করছে। আমরা সবাইকে একত্রিত থাকতে আহ্বান জানাই, যেন একটি গণতান্ত্রিক পরিবেশে পৌঁছাতে পারি।”
 

মির্জা ফখরুল বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। এর মাধ্যমে দেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু সেই সুযোগ আবার ধ্বংস করার চক্রান্ত চলছে। শেখ হাসিনা ভারতে বসে গণঅভ্যুত্থানের বিজয় নস্যাৎ করার চক্রান্ত করছেন। এই চক্রান্তে দেশে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে।”
 

২৫ ফেব্রুয়ারি কালো দিন হিসেবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “২০০৯ সালের এই দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করতে শত্রুরা পরিকল্পিতভাবে বিদ্রোহ ঘটিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই বিদ্রোহ ঘটানোর জন্য দেশের শত্রুদের সঙ্গে যোগসাজস করেছিল। এই দিনে দেশের জন্য জীবন উৎসর্গ করা প্রায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল। সেদিন রাষ্ট্রের দায়িত্বে থাকা শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান কী ভূমিকা পালন করেছেন?”
 

তিনি আরও বলেন, “যতই সমস্যা আসুক, সেনাবাহিনী দেশের দুঃসময়ে আমাদের শক্তি। ২৪ ফেব্রুয়ারির গণঅভ্যুত্থানে সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব ও দেশপ্রেমিক ভূমিকা পালন করেছে।”
 

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে দলের অন্যান্য নেতারা বক্তব্য দেন। এর আগে, জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মির্জা ফখরুল বনানী সামরিক কবরস্থানে পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশে পুষ্পস্তবক অর্পণ করেন।
 

তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটতে সহায়তা করেছে।”