স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি আবেদনের সময় মাত্র একদিন

প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৪ ০৩:০১ অপরাহ্ণ ২০৫ বার পঠিত
স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি আবেদনের সময় মাত্র একদিন

২০২৪-২৫ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের নটিংহাম ডেভেলপিং সলিউশনস স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব নটিংহাম। দেশটির সরকারি গবেষণা প্রতিষ্ঠানটিতে বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন বৃত্তির জন্য। এ বৃত্তিতে নির্বাচিত প্রার্থীরা পড়ালেখার জন্য ৫০ থেকে ১০০ শতাংশ খরচ পেয়ে থাকেন। আগ্রহী প্রার্থীরা ১৭ এপ্রিল, ২০২৪ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র একদিন।


আবেদনের বিষয়

অর্থনীতি, বিজনেস, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক, এডুকেশন, আইন, ভূগোল, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস ও মেকানিক্যাল, আর্কিটেকচার অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট, কেমিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, স্কুল অব বায়োসায়েন্সেস, স্কুল অব কেমিস্ট্রি, স্কুল অব কম্পিউটার সায়েন্স, স্কুল অব ম্যাথমেটিক্যাল সায়েন্স, ম্যাটেরিয়ালস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং, স্কুল অব হেলথ সায়েন্সেস, স্কুল অব লাইফ সায়েন্সেস, স্কুল অব মেডিসিন ও স্কুল অব ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড সায়েন্স, স্কুল অব ফার্মেসি, স্কুল অব ফিজিকস অ্যান্ড অ্যাস্ট্রোনমি ও স্কুল অব সাইকোলজি।


আবেদনের যোগ্যতা

আগ্রহী শিক্ষার্থীকে আফ্রিকা, ব্রুনেই, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, সামোয়া, বারমুডাসহ নির্ধারিত কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে যেকোনো একটি দেশের নাগরিক হতে হবে। নির্ধারিদ অনুষদের অধীনে যেকোনো একটি বিষয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য সুযোগ অর্জন করতে হবে।


আবেদনের প্রক্রিয়া 

আগ্রহী শিক্ষার্থীরা এই https://www.nottingham.ac.uk/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন।