হোসেন বাবলা (চট্টগ্রাম):-
ভাষার জন্য যুদ্ধ হয়েছিল এমন ঘটনা বিশ্বেবিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।
১৯৫২-,২০২৫ বিশাল এক ইতিহাস ঐতিহ্য এবং জীর্ণ শীর্ণ ভাষার যত্রতত্র কালো ব্যবহার। এই দিবসটি উপলক্ষে নগরীর বিভিন্ন এলাকায় সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকেই শ্রদ্ধা জানাতে দলে দলে মানুষ ছুটে আসে শহীদ মিনারে।
দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়: ২১ ফেব্রুয়ারি সকালে স্কুলের মাঠে প্রাত সমাবেশে জাতীয় সংগীত ও অমর একুশের গান দিয়ে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এসময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ওসমান গনির সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াস আলী, শিক্ষক মোঃ আজিজুল হক,শুভাশীষ নন্দী, শিক্ষক মিলন কুমার চক্রবর্তী, শিক্ষিকা শাহীন আক্তার, নাজমুন নাহার, হোমায়রা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠানে ভাষা আন্দোলন ও ২৪ জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে নিহত শহীদদের প্রতি দোয়া কামনা করা হয়।
নৌ-স্কাউট টিম: মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের নৌ স্কাউট টিমের পক্ষ থেকে বীর সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় টিমের প্রধান সমন্বয়কারী, সিনিয়র শিক্ষক বাবু বিকাশ সরকার ও টিম লিডার মোঃ হাসিবুল ইসলাম জয়ের নেতৃত্বে প্রভাত ফেরী সহ ফুলের শ্রদ্ধা জানিয়েছেন।
আলোর পথে -যুব সাহিত্য ফোরাম: ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার নেতৃত্বে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকালে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যান্যের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ উদয়ন কান্তি মিত্র, উপদেষ্টা সদস্য, শিক্ষক বিকাশ সরকার, ফুটবল একাডেমির কোচ মোঃ আলাউদ্দিন, সদস্য মোঃ মুরাদ আলী, একাডেমির সদস্য মোঃ নোমান, মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ফোরাম চট্টগ্রাম এর অংগ সহযোগি সংগঠন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পক্ষ থেকেও শহীদদের স্মরণে ফুলের শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়াও ৩৯ নং ওয়ার্ডে ডিএইচএমএস হোমিও চিকিৎসক কল্যাণ সোসাইটি, হালিশহর - পতেঙ্গা ইলেকট্রনিক্স দোকান মালিক সমিতি, গ্রামীণ ডিজিটাল ল্যাব, মমতা স্কুল এন্ড কলেজ,সী- ডেফোডিল কেজি স্কুল, ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি, যুবদল -ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল,৪০ নং ওয়ার্ডের বিএনপির অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ রাত ১২:০১ মিনিটে শহীদদের শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন।
জামায়াতে ইসলামী বাংলাদেশ, ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।২১ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নগরীর বন্দরটিলা এলাকায় অবৈধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি সিইপিজেড মোড়ে গিয়ে শেষ হয়।