পাইকগাছা পৌরসভায় চোরের উপদ্রব বৃদ্ধি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৫ ০৩:২৬ অপরাহ্ণ   |   ৮৬ বার পঠিত
পাইকগাছা পৌরসভায় চোরের উপদ্রব বৃদ্ধি

গাজী আব্দুল আলীম, খুলনা জেলা প্রতিনিধি:


 

পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতি খালী গ্রামে আবারও চোরদের সন্ত্রাস বেড়েছে। সম্প্রতি, ২০ নভেম্বর ২০২৫-র রাতের অন্ধকারে সাংবাদিক গাজী আব্দুল আলীমের বাড়ি থেকে পানির ট্যাঙ্কির পানি উত্তোলন ও নিয়ন্ত্রণের সকল সরঞ্জামাদি চুরি হয়েছে। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। এ কারণে সারারাত অটোমেটিকভাবে পানি প্রবাহিত হয়।
 

ঢাকায় অবস্থানরত সাংবাদিক গাজী আব্দুল আলীম যখন চিকিৎসাধীন ছিলেন, তখন তিনি পৌরসভার পানি বিভাগের কর্মী মঈনুল ইসলামকে অবহিত করলে মঈনুল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করেন। মঈনুল ইসলাম জানিয়েছেন, চোররা বলগার্ড, সেনোরা এবং ইতালিয়ান চাবি সরঞ্জামগুলো খুলে নিয়ে গেছে।
 

উল্লেখ্য, একই রাতে পার্শ্ববর্তী প্রতিবেশী আয়ুব আলী স্যারের বাড়ি থেকেও পানির ট্যাঙ্কির সরঞ্জামাদি চুরি হয়েছে। পরপর দুই বাড়িতে চুরি হওয়ায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।
 

স্থানীয়দের বক্তব্য, যদিও বিষয়টি ছোট মনে হতে পারে, তবে এটি নিয়ন্ত্রণ করা এখনই জরুরি। ছিঁচকে চোর বা এর পেছনে কোনো সংঘবদ্ধ চোরদল থাকতে পারে, যারা লক্ষ্য নির্ধারণ করে ফাঁকা বাড়িতে বড় ধরনের চুরি করতে পারে। তাই এলাকাবাসী মনে করছে, পৌরসভার টহল বৃদ্ধি এবং পুলিশি নজরদারি অবিলম্বে জোরদার করা প্রয়োজন।