জনসমাগম ও বাসিন্দাদের দুর্ভোগের কথা তুলে ধরে গত ২০ শে জুলাই হাউস মালিকদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানায় উত্তরা কল্যাণ সমিতি।
সেক্টর -৪, আবাসিক এলাকায় শুটিংয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনা দিয়েছিলেন তারা, বিষয়টি প্রকাশে আসলে তীব্র সমালোচনা হয়, নির্মাতা ও শিল্পীদের প্রতিবাদ ও ডিরেক্টরস গিল্ডের অনুষ্ঠানিক আপত্তির পর অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার হয়েছে, তবে নতুন কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে, কল্যাণ সমিতির সঙ্গে এক সম্মিলিত আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, ওই সভায় সংশ্লিষ্ট সবাই উপস্থিত ছিলেন ।
উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে শুটিং হাউজ বন্ধের নোটিশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয় এবং কিছু নিয়ম কানুন মেনে সকল নির্মাতাকে শুটিং করা অনুরোধ জানানো হয়, ছোট পর্দার সব সংগঠনের সমন্বয়ে গঠিত ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) দ্রুত একটি নীতিমালা প্রণয়ন করে কল্যাণ সমিতিতে জমা দেবে বলে জানা যায়, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান বলেন, এটি উভয়ের জন্য সুন্দর সমাধান হয়েছে ।
এখন আর শুটিংয়ে বাধা রইল না । জানা যায় আলোচনা সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শুটিংয়ের সময় নির্ধারণ, দীর্ঘ দিন ধরেই শুটিংয়ের অনিয়মের অভিযোগ ছিল, তবে তা অনেকবার সমাধানের কথা উঠলেও সুফল দেখা যায়নি ।অবশেষে কল্যাণ সমিতির বাধার মুখে বিষয়টি আমলে নিচ্ছেন নাট্য সংশ্লিষ্টরা ।