ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রামের চিলমারী উপজেলার ৭নং ওয়ার্ডের বাসিন্দা সাবু মিয়া (৪২) একজন অসাধারণ ব্যক্তি। জন্মগত দৃষ্টিহীন হলেও তিনি তার জীবনকে করেছেন অর্থবহ। চোখের আলো না থাকলেও তিনি টাকার নোট শুধু হাতে নিয়েই চিনতে পারেন। একজন মুদি দোকানদার হিসেবে এই ক্ষমতা তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ছোটবেলায় টাইফয়েড জ্বরে দুই চোখের আলো হারিয়ে ফেললেও সাবু মিয়া হাল ছাড়েননি। ১৯ বছর বয়সে বাবার দেওয়া একটি ছোট মুদি দোকান থেকে শুরু করে আজ তিনি নিজের একটি সফল ব্যবসা গড়ে তুলেছেন। দীর্ঘ ২৩ বছর ধরে তিনি এই দোকান পরিচালনা করে আসছেন।
সাবু মিয়ার এই অসাধারণ ক্ষমতার কথা এলাকায় ব্যাপকভাবে পরিচিত। তিনি যেকোনো ধরনের নোট বা পয়সা হাতে নিয়েই বলতে পারেন সেটি কত টাকার। এমনকি তারিখ ও সময়ও তিনি নির্ভুলভাবে বলতে পারেন। তার এই প্রতিভা সবার কাছেই আশ্চর্যজনক।
সাবু মিয়া বলেন, "আমি ভিক্ষা করি না। নিজের পরিশ্রমে পরিবার চালাই। আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতা দিয়েছেন।"
স্থানীয়রা সাবু মিয়ার এই অসাধারণ প্রতিভাকে খুবই প্রশংসা করেন। তারা বলেন, "সাবু মিয়া একজন অনুপ্রেরণার উৎস। চোখের আলো না থাকলেও তিনি জীবনে এতো কিছু অর্জন করেছেন।"