আবারো একই ঘটনা-সামনের গাড়ীকে ধাক্কায় দিয়ে পিকাপ চালক নিহত, আহত চালকের সহকারী।

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৫ ০৫:২৮ অপরাহ্ণ   |   ২৮ বার পঠিত
আবারো একই ঘটনা-সামনের গাড়ীকে ধাক্কায় দিয়ে পিকাপ চালক নিহত, আহত চালকের সহকারী।

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধিঃ-



আবারো একই ঘটনা একই সময়ে সামনের গাড়ীর পিছনে সজোড়ে ধাক্কা দিয় পিকাপ চালক নিজেই মৃত্যুবরণ করেছেন,গুরুত্বর আহত হয়েছেন সহকারী।

নিহত চালকের নাম মোহাম্মদ মিজানুর রহমান (৩৯)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদিরপুর গ্রামের আব্দুর রশিদ মিয়ার নতুন বাড়ির মফিজুর রহমানের ছেলে। আহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর চারটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়ারস্থ শেয়ারীপুল এলাকায় এ ঘটনা ঘটে।ধারনা করা হচ্চে এই চালক ও ঘুম নিয়ে গাড়ী চালাচ্ছিলেন।

কুমিরা ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

হাইওয়ে পুলিশ জানায়,, মহাসড়কের চট্টগ্রামমূখী চলন্ত একটি গাড়ির পেছনে পিকআপ ভ্যান (চট্ট মেট্রো-ন-১৯-৯২০৬) ধাক্কা দিলে ঘটনাস্থলে পিক-আপ চালক নিহত হন। এ ঘটনায় চালকের সহযোগী আহত হন। সামনে ধাক্কালাগা  কাভার্ডভ্যানটি দ্রুত চলে যায়।

বার আউলিয়ার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন সত্যতা নিশ্চিত করেছেন।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন প্রতিনিধি কে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিক-আপ ভ্যান আরেকটি অজ্ঞাত গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে পিক-আপের চালাক ও হেলপার গাড়িতে আটকা পড়ে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে উদ্ধার করি। চালক ঘটনাস্থলে মারা যান। আহত ও নিহত ব্যক্তিদের চমেক হাসপাতালে প্রেরণ করি।

এব্যাপারে হাইওয়ে থানার একটি মামলার প্রস্তুতি চলছে। পিকাপ থানার হেফাজতে নেয়া হয়েছে।