আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন, জনসমুদ্র চট্টগ্রাম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ নভেম্বর ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ   |   ৪৭৭ বার পঠিত
আইনজীবী সাইফুলের জানাজা সম্পন্ন, জনসমুদ্র চট্টগ্রাম

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-

 

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে নির্মম হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে তার মরদেহ আদালত প্রাঙ্গণে আনা হলে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে জমিউত-উল-ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
 

সকাল ১১টা ৩০ মিনিটে জানাজায় অংশ নেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ হাজারো ছাত্র আন্দোলনের কর্মী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। পুরো চট্টগ্রাম নগরী জনসমুদ্রে পরিণত হয়। দূর-দূরান্ত থেকে লাখো মানুষ এই জানাজায় শরিক হতে ছুটে আসেন।


সরেজমিনে দেখা যায়, জানাজায় অংশ নেওয়া সহকর্মী ও পরিবারের সদস্যদের আহাজারিতে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। শোকের ছায়া নেমে আসে পুরো জানাজা এলাকায়।


জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা হাসান আরিফ এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আইনজীবী সমিতির নেতারা আদালতের কার্যক্রম বন্ধ রেখেছেন। বিকেলে বৈঠক শেষে পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।


উল্লেখ্য, সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনার মধ্যেই নির্মমভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম।