নিউজ ডেস্ক (ঢাকা প্রেস):-
ব্রাহ্মণপাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ সাজেদুল ইসলাম। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি পূর্বের ওসি দেলোয়ার হোসেনের স্থলাভিষিক্ত হন। কিছুদিন আগে ওসি দেলোয়ার হোসেন তাৎক্ষণিক বদলির আদেশে অন্যত্র যোগদান করায় পদটি শূন্য হয়ে পড়েছিল।
নবাগত ওসি সাজেদুল ইসলাম যোগদানের পরপরই ব্রাহ্মণপাড়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার বিষয়ে তার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, “আমি চাই ব্রাহ্মণপাড়াকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে। এর জন্য প্রয়োজন আপনাদের আন্তরিক সহযোগিতা।” তিনি আরও উল্লেখ করেন, পুলিশ বাহিনী একা কোনো জায়গার আইনশৃঙ্খলা রক্ষা করতে পারে না; জনসাধারণের আস্থা ও অংশগ্রহণ ছাড়া তা সম্ভব নয়। তাই ব্রাহ্মণপাড়া উপজেলার মানুষকে তিনি আহ্বান জানান পুলিশের প্রতি আস্থা রেখে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে অপরাধ দমনে পাশে দাঁড়ানোর জন্য।
ওসি সাজেদুল ইসলাম বিশেষভাবে মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, ছিনতাই, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি চাই ব্রাহ্মণপাড়ার মাটি থেকে মাদককে সম্পূর্ণরূপে নির্মূল করতে। এজন্য প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। সমাজের প্রতিটি মানুষ যদি সচেতন হয়, তবে অপরাধীরা কোথাও মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
নাগরিকদের সাথে পুলিশি সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, থানার ডিউটি অফিসার ও ওসির কক্ষ সর্বদা সবার জন্য উন্মুক্ত থাকবে। যেকোনো আইনগত সহযোগিতা কিংবা অভিযোগ জানানোর ক্ষেত্রে মানুষ যাতে নির্বিঘ্নে থানায় আসতে পারেন, সে বিষয়ে তিনি আশ্বস্ত করেন।
নবাগত এই ওসি আশা প্রকাশ করেন, স্থানীয় জনগণ অপরাধ দমনে পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। তিনি বলেন, “একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পুলিশ-জনগণের পারস্পরিক আস্থা ও সহযোগিতা সবচেয়ে বড় শক্তি। ইনশাল্লাহ, আমি ব্রাহ্মণপাড়া থানায় থেকে সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলও নবাগত ওসিকে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন যে, তার নেতৃত্বে ব্রাহ্মণপাড়া থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।