|
প্রিন্টের সময়কালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ সেপ্টেম্বর ২০২৫ ০৩:২৪ অপরাহ্ণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিকালে ২ জন ডাকাত সহ ৪২ যাত্রী উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ....!


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিকালে ২ জন ডাকাত সহ ৪২ যাত্রী উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ....!


চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-

 

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস ডাকাতিকালে ২ জন ডাকাত সহ ৪২ জন যাত্রীকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। 
 

ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী "আল আরাফাত" পরিবহনের একটি বাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকা অতিক্রম করলে গতকাল শনিবার রাত আনুমানিক ১১ টার সময় ডাকাত দল  ধারালো অস্ত্র নিয়ে বাসটির উপর হামলা দেয়। এতে বাস চালক, হেল্পার সহ প্রায় ৪ জন যাত্রী আহত হয়।বাস চালকের দূরদর্শিতায় ও যাত্রীদের সহযোগিতায় ডাকাত দলের ২ সদস্যদের আটক করা হয়। এবং ৯৯৯ সংবাদের ভিত্তিতে কুমিরা হাইওয়ে থানা পুলিশ  মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা অংশে বেরিকেট বসিয়ে বাসটিতে থাকা ৪২ জন যাত্রীকে উদ্ধার এবং ডাকাত দলের ২ সদস্য মোঃমনির(২০) ও ওমর ফারুক রিদয়(২২) কে আটক করে।


আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরত পাঠানো হয়। আটককৃত ডাকত দলের সদস্যদের কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করে কুমিরা হাইওয়ে থানা পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫