আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে: গফরগাঁওয়ে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:১০ অপরাহ্ণ   |   ১১২ বার পঠিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে: গফরগাঁওয়ে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌরসভায়  নাইম চক্ষু হাসপাতালে উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।

 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নাইম চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারি  ফ্রি এ চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজন করে। 

ঢাকা লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডাঃ রোদেলা সাহার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক টিম সারাদিনব্যাপী চক্ষু চিকিৎসা শিবিরে উপস্থিত দেড় শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা-নিরীক্ষা এবং ব্যবস্থাপত্র প্রদান করেন। একইসাথে স্বল্পমূল্যে গরীব, প্রতিবন্ধী, বৃদ্ধ-বৃদ্ধা, মহিলা ও শিশু রোগীদের চোখের ছানি অপারেশন সহ চোখের লেন্স সংযোজননের জন্য রোগী বাছাই করেন। এ সময় হাসপাতালের নির্বাহী পরিচালক কবির আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাফিজুল হক হাফিজ উপস্থিত ছিলেন।